নিজস্ব সংবাদদাতাঃ ঘরে ঘরে ‘স্মোকলেস চুলা’র সাহায্যে এবার বর্তমান ভারতে কম হত চলেছে পরিবেশ দূষণ। পরিবেশ দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মহম্মদ গোলাম রাব্বানি ‘স্মোকলেস চুলা’ প্রত্যেক মা বোনেদের হাতে তুলে দিলেন স্মোকলেস চুলা। তিনি এই বিষয়ে জানিয়েছেন যে, '' বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই 'স্মোকলেস চুলা'র ব্যবস্থা করে দিয়েছেন রাজ্যবাসীর সুবিধার জন্য। এর ব্যবহারের ফলে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচবে। '' এই 'চুলা' কীভাবে ব্যবহার করতে হবে তাও তিনি সবাইকে দেখিয়ে দিয়েছেন। রাজ্যের মন্ত্রী কয়েকজনের হাতে এই চুলা তুলে দেন।