নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুরঃ রবিবার প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হল। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের সরকারি দপ্তরের ১৪০০ইঞ্জিনিয়ারকে নিয়ে এই সম্মেলন চলে। ইঞ্জিনিয়ারদের নানান সমস্যা রয়েছে। সম্মেলন থেকে যে যে সমস্যাগুলি উঠে আসবে সেই সম্মেলনগুলি রাজ্য সরকারের কাছে তুলে ধরা হবে।
প্রগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক সুব্রত ঘোষ বলেন, " রাজ্যের প্রতিটি জেলায় জেলায় করা হচ্ছে জেলা সম্মেলন। সেই সম্মেলনের মাধ্যমে উপকৃত হচ্ছেন ইঞ্জিনিয়াররা। দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে রাজ্যের ইঞ্জিনিয়ারদের নিয়ে করা হয় এই সম্মেলন। রাজ্য নেতৃত্বের উপস্থিতি ছিল বলেও জানান।" অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম এবং আইনমন্ত্রী মলয় ঘটক।