নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ ফের বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ ফেব্রুয়ারী খাতড়া শহর সংলগ্ন খড়বন মাঠে সরকারী পরিষেবা প্রদান কর্মসূচীতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
এখনো বিস্তারিত সফরসূচী পাওয়া না গেলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২৭ ফেব্রুয়ারী পুরুলিয়ার সভা সেরে আকাশ পথেই বাঁকুড়ায় এসে শহরের সার্কিট হাউসে রাত্রীবাস করার কথা তার। পরের দিন হেলিকপ্টার যোগেই খাতড়ায় পৌঁছাবেন। আর সেই কারণেই খড়বন সভাস্থলের পাশেই তৈরী হয়েছে অস্থায়ী হেলিপ্যাড। রবিবার দুপুরে ওই অস্থায়ী হেলিপ্যাডেই হেলিকপ্টার মহড়া অনুষ্ঠিত হলো।
অন্যদিকে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফর ঘিরে জোরদার প্রস্তুতি শুরু হয়েছে প্রশাসনিক স্তরেও। এদিন খড়বন সভাস্থলে প্রস্তুতি খতিয়ে দেখতে হাজির হন রাজ্য পুলিশের ডিআইজি সুখেন্দু হীরা, জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারী, জেলা পরিষদের সভাধিপতি অনসূয়া রায়, খাতড়ার মহকুমাশাসক নেহা বন্দ্যোপাধ্যায়, এসডিপিও অভিষেক যাদব সহ জেলা পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা।