নিজস্ব সংবাদদাতা: কলকাতা হাইকোর্টে শুরু হয়ে গিয়েছে এসএসসি মামলার রায়দান। ২৮১ পাতার নির্দেশে চলছে রায়দান। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে চলছে রায়দান পর্ব। প্রথম পর্বেই ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ‘মেয়াদ উত্তীর্ণের পর কোনও চাকরি বৈধ নয়’। অর্থাৎ, এসএসসি-র যে বোর্ড তাঁদের মেয়াদ উত্তীর্ণের পরও নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিল সেই সকল নিয়োগ আজ অবৈধ বলে ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। এর ফলে চাকরি হারালো ২৫৭৫৩ জন। আগামী ৪ সপ্তাহের মধ্যে তাঁদের এতো দিনকার প্রাপ্য বেতন ফেরত দিতে হবে আদালতকে, এমনটাই নির্দেশ দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ।