নিজস্ব সংবাদদাতা: এসএসসি মামলার রায়দান হয়ে গিয়েছে ইতিমধ্যেই। যুগান্তকারী রায় দিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সাব্বির রশিদির ডিভিশন বেঞ্চ। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ২৫৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে আদালত। এমনকি শুধু চাকরি বাতিল নয়, ১২ শতাংশ সুদ সহ এতো দিনকার বেতন ফেরত দিতে হবে তাঁদেরকে।
আর এই রায়েই অখুশি এসএসসি। এই রায় মানছেন না তারা। এদিন আদালতের রায়ের পর সাংবাদিক বৈঠক করেন এসএসসি-র চেয়ারম্যান। পরিষ্কার ভাষায় তিনি জানান, হাতে এখনও রায়ে্র পূর্ণাঙ্গ কপি আসেনি। তবে যেটুকু তিনি শুনেছেন, সেই ভিত্তিতে এই রায়ে খুশি নয় বোর্ড। প্রয়োজনে সুপ্রিম কোর্টে যাবেন তারা। ‘৫ হাজারের বিরুদ্ধে অভিযোগ, ২৫ হাজার কে কেন শাস্তি’ তাও জানতে চেয়েছেন এসএসসির চেয়ারম্যান।