নিউজ ডেস্ক, পিংলা: একদিকে তখন ইডেনে টানটান উত্তেজনা, আর অপরদিকে তৃণমূলের বিজয়া সম্মিলনী, সবে মিলে এক বিচিত্র ছবি দেখল পিংলা।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা অডিটোরিয়াম হলে তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলন চলছিল। মঞ্চে তখন বক্তা মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া। মঞ্চে বসে বিধায়ক অজিত মাইতি। আর সেই সময়ই বেশীর ভাগ কর্মীদের নজর নিজেদের মোবাইলে। আসলে সেই মুহুর্তে কলকাতার ইডেনে চলছিল ভারত বনাম সাউথ আফ্রিকার ম্যাচ। বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ বলে কথা, স্বাভাবিক ভাবেই ক্রিকেট জ্বরে তখন আক্রান্ত তৃণমূল কর্মীরাও। তাই সব ভুলে মোবাইল হাতেই কর্মীরা মেতে ওঠেন ক্রিকেট খেলা দেখতে।
যদিও এই বিষয়টিকে দোষের মধ্যে ধরছে না তৃণমূল নেতৃত্ব। কেননা ক্রিকেটের জ্বর একেই বলে। আর তাও আবার যদি হয় ভারতের খেলা, তাহলে তো আর কোনও কথায় নেই। টিম ইন্ডিয়ার আগে যে কিছুই হতে পারেনা।
এ নিয়ে পিংলার বিধায়ক অজিত মাইতি বলেন, “এই খেলা নিয়ে বাংলার একটা আবেগ আছে। তাই কর্মীরা বক্তৃতা শোনার মাঝে মাঝেই একটু খেলার দিকেও চোখ বুলিয়ে নিচ্ছিল। এতে সমস্যার কিছু দেখছি না। আমি কর্মীদের আবেদন করব মাঝে মাঝে খেলা দেখে মিটিংটাতেও মন নিবেশ করলে ভালো হত”। তবে যা ঘটে গেছে, তা তো বদলাবে না। বিজয়া সম্মিলনীতে মন্ত্রীর চেয়ে ইন্ডিয়ার ক্রিকেটই সবার আগে, তা নীরবেই যেন বুঝিয়ে দিলেন তৃণমূল কর্মীরা।