নিজস্ব সংবাদদাতা: রাত পোহালেই স্বাধীনতা দিবস। তার আগে দেশজুড়ে তুঙ্গে উঠেছে প্রস্তুতি। দিল্লিতেও প্রস্তুতি জোরদার। ১৫ অগস্ট, দিল্লির লালকেল্লায় তিরঙ্গা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রথা মেনে রাখবেন বক্তৃতা। এবারের অনুষ্ঠানে ১৮০০ জন বিশেষ অতিথি থাকবেন লালকেল্লায়। এবারের ৭৭তম স্বাধীনতা দিবসে এনারাই হবেন বিশেষ আকর্ষণ।
সূত্রের খবর, এই বিশেষ অতিথির তালিকায় রয়েছেন দেশের নানা প্রান্তের নাগরিকরা। কোনও বিশেষ গ্রামের প্রধান, কৃষি সংক্রান্ত কাজ করে এমন কোনও সংগঠনের প্রতিনিধিরা আগামীকাল লালকেল্লায় উপস্থিত থাকবেন। এছাড়াও থাকবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে কাজ করা শ্রমিকেরা।