সুপারস্টার হওয়ার খেসারত, পুলিশের হাতে ধরা দিলেন ‘পুষ্পা’

অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pushpa 2 the rule

File Picture

নিজস্ব সংবাদদাতা: গ্রেফতার দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন! এই মাসের শুরুতে ‘পুষ্পা ২: দ্য রুল’-এর প্রিমিয়ারের দিন সিনেমা মুক্তিকে ঘিরে এবং অভিনেতাকে এক ঝলক দেখার জন্যে যে হুড়োহুড়ি পড়েছিল প্রেক্ষাগৃহে, তাতে পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান। এবার সেই ঘটনায় অভিনেতাকে গ্রেফতার করে থানায় নিয়ে গেল পুলিশ। 

এখনও পর্যন্ত আল্লু অর্জুনের PR টিমের পক্ষ থেকে যা জানা যাচ্ছে, এই মামলায় তদন্ত প্রক্রিয়ায় সাহায্য করার জন্যেই তাঁকে পুলিশ থানায় নিয়ে গিয়েছে। অভিনেতা নিজের গাড়িতে যাননি। গিয়েছেন পুলিশের গাড়িতেই। এই বিষয়ে তাঁকে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে। অভিনেতাকে চিক্কদপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। 

pushpa

আল্লু অর্জুন-অভিনীত পুষ্প ২: দ্য রুল-এর প্রিমিয়ার চলাকালীন আরটিসি রোডে হায়দ্রাবাদের সন্ধ্যা থিয়েটারে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে যায় গত ৪ ডিসেম্বর। আল্লু অর্জুনের ছবির মধ্যরাতের প্রিমিয়ারের সময় একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আল্লু অর্জুনকে এক ঝলক কাছ থেকে দেখার জন্যে ভিড় জমান বহু মানুষ। আর তাতেই পদপিষ্ট হয়ে এক মহিলা প্রাণ হারান এবং কমপক্ষে দু’জন আহত হন।

যা জানা যাচ্ছে, স্ক্রিনিংয়ের আগে যখন বিশাল জনতা থিয়েটারের গেটের দিকে এগিয়ে যায়, তখন পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়। প্রথম থেকে সিনেমা হলে খবর ছিল না, যে অভিনেতা সেখানে আসবেন। তাই সেই ভাবে ব্যবস্থাপনাও নেওয়া ছিল না। কিন্তু আচমকায় ঐ সন্ধ্যা থিয়েটারে চলে আসেন পুষ্পা। আর তাতেই সাধারণ মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।  চরম বিশৃঙ্খলার মাঝে পড়ে প্রাণ হারান রেবতী নামের ওই মহিলা।

pushpa21n

এরপরই এই ঘটনায় তৎপর হয়ে ওঠে পুলিশ। তদন্তে নেমে এর আগে তিনজনকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। আর এবার সরাসরি গ্রেফতার হয়ে গেলেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন।