নিজস্ব সংবাদদাতা: দক্ষিণবঙ্গে এখনও ভারী বৃষ্টিপাতের দেখা মেলেনি। ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষদের।
/anm-bengali/media/media_files/gcVWlgEbOT6jNVDVa82H.jpg)
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, মৌসুমী অক্ষরেখা বাংলা থেকে সরে গেছে। তাই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টিপাত হলেও ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
/anm-bengali/media/media_files/UarceCmZazLGEPEH9iW2.jpg)
দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে এবং গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।
/anm-bengali/media/post_attachments/a2c580230a2aca113ba91f115ccccb2cca0c0d40147a5ca77c34c841c749ea98.webp)