নিজস্ব সংবাদদাতা: আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে শনিবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে।
/anm-bengali/media/media_files/rKcaWyIaUmSFrr1FmF7x.jpg)
আজ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা বাড়তে পারে। অন্যদিকে, অস্বস্তিকর গরম দাপট দেখাবে হুগলী, পূর্ব বর্ধমান, বীরভূমে।
/anm-bengali/media/media_files/LV5SUQZxKV4veVD58or1.jpg)
তবে এই গরমের মাঝেই আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে যে, শুক্রবার দুপুরের পর থেকে মেঘেদের দেখা মিলবে আকাশে। শনিবার, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ৩০-৪০ কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
/anm-bengali/media/post_attachments/ee7322e2b96da69d0b3d2fd4426f4f0c8f10e84ba8c68de7bfaabd83966a4a27.webp)