উত্তরের চাপে দক্ষিণ নাজেহাল, সৌজন্যে অস্বস্তিকর গরম

গতকাল টানা ৩-৪ ঘন্টা বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামলেও মেঘ কাটেনি। মেঘলা আকাশ রয়েছে এখনও। তাহলে আরও কি রয়েছে সমস্যা?

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (83) (1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরবঙ্গের আবহাওয়া যখন এরকম, তখন কয়েনের উল্টোপিঠেই আবহাওয়ার তারতম্য দেখা গিয়েছে। যা জানা যাচ্ছে, আকাশে মেঘ থাকলেও বৃষ্টি সেই অর্থে ভারী আকারে ঝরবে না। যেটুকু হবে, তাতে অস্বস্তিকর গরমই বাড়বে। আর হাতেকলমে সেরকমটা প্রমাণও মিলছে।

গতকাল বিকেলের পর থেকে মাঝারি আকারের বৃষ্টি শুরু হয় কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায়। বৃষ্টি হয় হাওড়া জেলাতেও। সঙ্গে ছিল মেঘের গুরু গুরু গর্জন। টানা ৩-৪ ঘন্টা এরকম বৃষ্টি হওয়ার পর বৃষ্টি থামলেও মেঘ কাটেনি। মেঘলা আকাশ রয়েছে এখনও।