নিজস্ব সংবাদদাতা: ফের একবার স্বস্তির বৃষ্টি পেল এই জেলা। সমুদ্র তীরবর্তী এলাকা হওয়ায় গত দু’দিন ধরেই বৃষ্টির প্রকোপ বেড়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। এমনকি জলমগ্ন হতে পারে নীচু এলাকাগুলি। আজ সারাদিন একই আবহাওয়া থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
যা জানা যাচ্ছে, আজ দক্ষিণ ২৪ পরগণার আকাশ মেঘে ঢাকা থাকবে। কখনও অল্প বিস্তর তো কখনও ভারী বৃষ্টি নামবে। তার সাথেই চলবে দমকা হাওয়া। আজ জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে হাওয়ার গতিবেগ ঘন্টায় ১৩ কিলোমিটার। আর আর্দ্রতার পরিমাণ ৯০ শতাংশের কাছাকাছি।