দেখুন তো আপনার জেলায় এই সব হচ্ছে কিনা

জেলায় আবহাওয়া বদলাতে শুরু করেছে পরশু থেকেই। আর গতকাল সারাদিনই কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হয়েছে এই জেলায়। আগামী ৪৮ ঘন্টা এমনই পরিস্থিতি থাকবে বলে জানা যাচ্ছে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
11111111

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: পাহাড় থেকে সমতল সর্বত্রই চোখ রাঙাচ্ছে ভারী বর্ষণ। আগামী ২ দিন অন্তত এমনটাই থাকবে বলে জানা যাচ্ছে। কেননা বিহার ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। মৌসুমী অক্ষরেখা তার অবস্থান বদল করেছে। আর তার জেরে ফের বিপদ ঘনাচ্ছে বাংলার বুকে।

যা জানা যাচ্ছে, আগামী তিন দিনে মৌসুমী অক্ষরেখার পূর্বাংশ ধীরে ধীরে উত্তর দিকে এগোবে। হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে মৌসুমী অক্ষরেখা। তার জেরে দক্ষিণবঙ্গে আগামী ২-৩ দিন ভারী বৃষ্টি চলবে। বৃষ্টির পরিমাণ বেশি থাকবে সমুদ্র তীরবর্তী জেলাগুলিতে। যার ইতিমধ্যেই প্রমাণ মিলেছে। দক্ষিণ ২৪ পরগণায় আবহাওয়া বদলাতে শুরু করেছে পরশু থেকেই। আর গতকাল সারাদিনই কখনও ভারী তো কখনও মাঝারি বৃষ্টি হয়েছে এই জেলায়। জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস।