প্রধানমন্ত্রীর জন্যে কলম ধরলেন কংগ্রেস নেত্রী!

কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লিখলেন চিঠি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
ezgif.com-gif-maker (17)(1).jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: হঠাৎই সংসদে ডাকা হল বিশেষ অধিবেশন। আর সেই বিশেষ অধিবেশন নিয়ে ফের দ্বিধাবিভক্ত রাজনীতি। বিরোধীরা ফের কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রশ্ন তুলেছেন। আর এবার স্বয়ং কলম ধরলেন কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

এদিন, কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখেছেন। যেখানে তিনি উল্লেখ করেছেন, সংসদের বিশেষ অধিবেশন বিরোধীদের সঙ্গে কোনো পূর্ব আলোচনা ছাড়াই ডাকা হয়েছে। যা তিনি একেবারেই মেনে নিচ্ছেন না। একই সাথে তিনি বলেছেন, অধিবেশনের আলোচ্যসূচির বিশদ বিবরণও চাই। কি কি বিষয়ের ওপর সেই বিশেষ অধিবেশনে জোর দেওয়া হবে, তা আগাম জানাতে হবে কেন্দ্রকে। এদিন এমনটাই প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন সোনিয়া গান্ধী।