নিজস্ব সংবাদদাতা: গতকালই লোকসভা থেকে সাসপেন্ড করা হয় কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে। অসংসদীয় আচরণের জন্য সাসপেন্ড করা হয় কংগ্রেসের দলনেতাকে। অধীরের বিরুদ্ধে এই মুহুর্তে তদন্ত শুরু করেছে প্রিভিলেজ কমিটি। প্রিভিলেজ কমিটির রিপোর্ট না আসা পর্যন্ত সাসপেন্ড থাকবেন তিনি। তাহলে এর পরবর্তী উপায় কি?
সেই উপায়ের পথ খুঁজতেই আজ খোদ ময়দানে নামছেন সোনিয়া গান্ধী। যা জানা যাচ্ছে, লোকসভায় কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে সাময়িক বরখাস্ত করার বিষয়ে আলোচনা করার জন্য আজ সকাল সাড়ে ১০টায় কংগ্রেস চেয়ারপার্সন সোনিয়া গান্ধীর ডাকে কংগ্রেসের সাংসদরা বৈঠকে বসছেন৷ সংসদে সিপিপি কার্যালয়ে এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে থাকবেন সকল সাংসদই।