নিজস্ব সংবাদদাতা: এর আগে একবার বলেছিলেন ‘অল ইস নট ওয়েল’। লাদাখের জলসঙ্কট নিয়েই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছিলেন তিনি। তাই তো ২৬ জানুয়ারি বসেছিলেন অনশনে। আবার সেই লাদাখের জন্যেই অনশন করলেন লাদাখের অভিভাবক।
সোনম ওয়াংচুক, উদ্ভাবক তথা পরিবেশকর্মী। যাকে ঘিরেই তৈরি হয়েছিল ‘থ্রি ইডিয়টস’। সোমবারই এনডিএস স্টেডিয়াম লেহ-তে তার নয় দিনের অনশন পর্ব শেষ করলেন তিনি। গত ১৮ই জুন থেকে অনশনে বসেছিলেন সোনম ওয়াংচুক।
ওয়াংচুক লাদাখের ভঙ্গুর পার্বত্য পরিবেশ এবং এর আদিবাসীদের সুরক্ষার জন্য কেন্দ্রের সাহায্য চেয়ে অনশনে বসেছিলেন তিনি। এর আগে জানুয়ারি মাসেও করেছিলেন অনশন।