নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি 'হীরামান্ডি' সিরিজে অনবদ্য অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছেন শত্রুঘ্ন-কন্যা সোনাক্ষী সিনহা। এর মাঝেই অনুরাগী মহলে গুঞ্জন ছড়িয়েছে যে, বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই অভিনেত্রী। কিন্তু, পাত্র কে?

সোনাক্ষী এবং অভিনেতা জাহির ইকবালের বন্ধুত্বের কথা বি-টাউনের সকলের জানা। এর আগেও সালমান খানের বাড়িতে ঈদের পার্টিতে দু'জনকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু সত্যিই কি বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন তারা?
/anm-bengali/media/post_attachments/2b9b6c35cca49e22db836b7303fd046d632844b075bae2e70591799924aca377.png?VersionId=Iizl96_g1SWCGf2OG3PJHhPwqE0jlq0M)
সদ্যই, 'দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো'-য় নিজের বিয়ের প্রসঙ্গ উঠতেই সোনাক্ষী সিনহা বলেন যে অভিনেত্রীর নাকি বিয়ে করার খুব শখ। কিন্তু তিনি পাত্রের জায়গায় বসাবেন কাকে সে কথা কিন্তু উহ্যই রেখেছেন।
প্রসঙ্গত, সোনাক্ষী এবং জাহির আজ পর্যন্ত কখনোই নিজেদের প্রেমের কথা প্রকাশ্যে কিন্তু স্বীকার করেননি।
/anm-bengali/media/post_attachments/2a13dbc83d8f47baeefb541df0540830373d5fddc083e0296cf05af1462cc656.webp)