নিজস্ব সংবাদদাতাঃ সোমালিয়ার সেনাবাহিনী ও মিত্র যোদ্ধারা শুক্রবার দেশটির মধ্যাঞ্চলে আল শাবাব মিলিশিয়াদের প্রধান ঘাঁটি এল বুউর শহরটি দখল করেছে, যা আল কায়েদা-সম্পর্কিত গোষ্ঠীটির বিরুদ্ধে সরকারের অভিযানে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
গালমাদুগ রাজ্যের এল বুউর শহর দখল করা এক বছর আগে সরকার ও মিত্র বাহিনীর দ্বারা শুরু হওয়া আক্রমণের বৃহত্তম বিজয়গুলোর মধ্যে একটি।
এই প্রচারাভিযান আল শাবাবকে দেশটির কেন্দ্রস্থলের বিস্তীর্ণ এলাকা থেকে বের করে দিয়েছে, যদিও গোষ্ঠীটি বড় ধরনের হামলা চালিয়ে যাচ্ছে এবং অনেক বিশ্লেষক এবং এমনকি আক্রমণের বিরুদ্ধে লড়াই করা কেউ কেউ বলছেন যে গোষ্ঠীটিকে নির্মূল করার সরকারের প্রতিশ্রুতি অবাস্তব।
সোমালিয়ার সেনাপ্রধান ইব্রাহিম শেখ মুহিদিন বলেন, "সকল সোমালিদের জয়। আল-শাবাবের প্রধান ঘাঁটি এল বুউর জেলা এই মুহূর্তে সোমালি বাহিনীর হাতে চলে গেছে। সেনাবাহিনী এখন শহরের অভ্যন্তরে রয়েছে।"