নিজস্ব সংবাদদাতা: কামদুনি কাণ্ডে হাইকোর্টের রায়কে মান্যতা দিতে পারেননি কেউই। ক্ষোভ প্রকাশ করেছেন কামদুনির প্রতিবাদীরা। তারাও বলেছিলেন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন। দেখিয়েছিলেন রাজ্যের বিরুদ্ধে ক্ষোভ। আর তারপরই এই রায়ের বিরুদ্ধে গেছে রাজ্য সরকারও। আগেই বলেছিল হাইকোর্টের রায়ের বিরুদ্ধে গিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার।
আর এবার সোমবার সকালেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল রাজ্যের। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ জারির আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছে। কামদুনি মামলায় ফাঁসির সাজাপ্রাপ্তকে বেকসুর খালাস, মৃত্যুদণ্ডের বদলে দু’জনের যাবজ্জীবনের নির্দেশ দেয় হাইকোর্ট। যা মানতে না পেরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হল রাজ্য সরকার।