নিজস্ব সংবাদদাতা: আমাদের শরীরে উপযুক্ত ঘুমের প্রয়োজন। সেই ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আবার, ঠিক দিকে মাথা না করে শুলেও দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা।
অবিবাবিহত মহিলা বা পুরুষ কিংবা ছাত্রছাত্রী, যাঁরা কেরিয়ার গড়তে চাইছেন, তাঁরা পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন। কেরিয়ারের জন্য পূর্বদিক অত্যন্ত শুভ। বাস্তু মতে উত্তর দিকে মাথা করে ঘুমানো শুভ নয়। একই মতামত জ্যোতিষশাস্ত্রেও। শুধুমাত্র মৃতদেহকে উত্তর দিকে মাথা করে রাখা হয়। আবার দক্ষিণ দিকে মাথা করে ঘুমানো অত্যন্ত শুভ মনে করা হয়। সুখ এবং সমৃদ্ধি, সুস্বাস্থ্য, সৌভাগ্য, সাফল্য এবং সম্পদ বৃদ্ধির জন্য অত্যন্ত শুভ।