ডবল ক্লিনজ়িং মেথড
মুখের ত্বক ভাল রাখতে গেলে আগে পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। মেনে চলুন ‘ডবল ক্লিনজ়িং মেথড’। তেল মেখে মুখের মেকআপ তুলে মৃদু কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
মুখের ত্বক ভাল রাখতে গেলে আগে পরিচ্ছন্নতার দিকে নজর দিতে হবে। মেনে চলুন ‘ডবল ক্লিনজ়িং মেথড’। তেল মেখে মুখের মেকআপ তুলে মৃদু কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
আবহাওয়া আর্দ্র হলেও ত্বকে জলের ঘাটতি হতে পারে। তাই ত্বকের ধরন অনুযায়ী টোনার কিনে ব্যবহার করবেন রোজ। সাধারণ ত্বকের জন্য গোলাপের পাপড়ি দিয়ে তৈরি টোনার, শুষ্ক ত্বকের জন্য খেজুরের রস দিয়ে তৈরি টোনার এবং তৈলাক্ত বা স্পর্শকাতর ত্বকের জন্য নিমের টোনার ব্যবহার করুন।
বর্ষায় মুখে ব্রণ, ব্ল্যাকহেড্স বেড়ে যেতে পারে। তাই সপ্তাহে অন্তত তিন দিন স্ক্রাব করুন। শুধু মুখে নয়, পারলে সারা গায়েই স্ক্রাব করবেন। অনেকেরই পিঠে, হাতের উপর দিকে ব্রণ বেরোয়। ওয়াক্স করার পর অনেকেরই ত্বকে ‘ইনগ্রোথ’ রোম দেখা যায়। এই সব সমস্যা থেকে মুক্তি পাবেন স্ক্রাব করলে।
{{ primary_category.name }}