ভয়ঙ্কর! ভেসে গেল সিকিম

লাচেন উপত্যকায় তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক এলাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
WhatsApp Image 2023-10-04 at 09.18.10.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: উত্তরে বৃষ্টির সতর্কতা ছিল। তবে এমনটা ঘটবে তা কল্পনাতীত। উত্তর সিকিমের লোনাক হ্রদে আকস্মিক মেঘ ভাঙা বৃষ্টি। যার জেরে লাচেন উপত্যকায় তিস্তা নদীর জলের তোড়ে ভেসে গিয়েছে একাধিক এলাকা।

চুংথাং বাঁধ থেকে জল ছাড়ার ফলে নীচু এলাকার ১৫-২০ ফুট উচ্চতা পর্যন্ত জলস্তর হঠাৎ বৃদ্ধি পেয়েছে। এর ফলে সিংটামের কাছে বারডাং-এ দাঁড়িয়ে থাকা একাধিক সেনা গাড়ি ভেসে গিয়েছে। গুয়াহাটির প্রতিরক্ষা মন্ত্রকের পিআরও এই সম্পূর্ণ তথ্যটি প্রকাশ্যে এনেছেন।

 

যা খবর পাওয়া যাচ্ছে ২৩ জন সেনাকর্মী এখনও পর্যন্ত নিখোঁজ। সেনার গাড়ি ছাড়াও ভেসে গিয়েছে অন্যান্য গাড়িও। 

hiren

তিস্তার তীব্রতা কতোটা বেশি তার একটি ভিডিও প্রকাশ্যে এনেছে কেন্দ্রীয় জল কমিশন। অবশ্য এই বিষয়ে বিজেপি নেতা উগেন শেরিং গ্যাতসো ভুটিয়া ভয় না পাওয়ার কথাই বলেছেন। তাঁর কথায়, “কোনও প্রাণহানি হয়নি তবে সিংটামে সরকারি সম্পত্তির ক্ষতি হয়েছে। কিছুজন নিখোঁজ হওয়ার তথ্য রয়েছে। তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে”।