নিজস্ব সংবাদদাতা: সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে চার হাত এক হল জনপ্রিয় সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায় এবং অভিনেত্রী সোহিনী সরকারের। বিগত এক বছর ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ ছিলেন তারা। সেভাবে কখনোই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেননি টলিপাড়ার এই জুটি।
/anm-bengali/media/media_files/soh3.jpg)
কিন্তু, পাহাড় ভ্রমণের ছবিই হোক অথবা নাইট পার্টিতে মেতে ওঠার মুহূর্ত, একসঙ্গে তারা বারবার ধরা পড়েছে নেটিজেনদের চোখে। অবশেষে ভালোবাসার জন্মদিনেই আইনি সইসাবুদ সেরে সাতজন্মের বন্ধনে বাঁধা পড়লেন শোভন এবং সোহিনী।
/anm-bengali/media/media_files/soh2.jpg)
তারপর শোভনের হাতে সিঁদুর পড়ে আদরে রাঙা হয়ে উঠলেন সোহিনী। সাবেকি মেরুণ বেনারসিতে এবং স্নিগ্ধ হাসিতে বিয়ের দিনে নিজেকে সাজিয়েছিলেন সোহিনী। শোভনের পরনে ছিল সাদা পাঞ্জাবী। গতকাল শহরতলি থেকে দূরে এক ফার্ম হাউজে নিরিবিলিতে বিয়ে সারলেন এই জুটি।
/anm-bengali/media/post_attachments/91c5e7307212a29af354a54a8ac994085e616310744855218549a9155850fdb9.webp)