নিজস্ব সংবাদদাতাঃ শপিং করতে ভালোবাসেন ? তাও আবার এসপ্ল্যানেডের চেনা ফুটপাথের সস্তার জিনিস ? তাহলে এবার থেকে সেই কেনাকাটাতে পড়তে চলেছে লাগাম। সূত্র মারফত জানা গিয়েছে যে, একটি মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট গ্র্যান্ড হোটেলের সামনে হকার নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে। টাউন ভেন্ডিং কমিটি, পুলিশ ও কলকাতা পুরসভার কর্মীরা গিয়ে ১১৬টি দোকানের জন্য জায়গা নির্দিষ্ট করে দিয়েছে।
সূত্র মারফত আরও জানা গিয়েছে যে, কলকাতা পুরসভা ও টাউন ভেন্ডিং কমিটি সিদ্ধান্ত অনুযায়ী গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথের এক-তৃতীয়াংশে হকার বসবে। তবে ফুটপাথের ২ দিকে নয়, হকার বসবে একদিকেই এবং ২৩টি দোকানকে পুনর্বাসন দেওয়া হবে।
গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথ ঘিরে হকারদের রমরমা দীর্ঘদিনের। গ্র্যান্ডের নীচের স্থায়ী দোকানগুলির সামনের অংশও ঘিরে রয়েছে অনেক দোকান। আদালতের এই সিদ্ধান্তের ফল কি হয় তাই এখন দেখার।