নিজস্ব সংবাদদাতা: শিবরাত্রির পুজোর নিয়ম অনুযায়ী, চার প্রহরে চার বার পুজো করতে হয়। কেউ তা করতে অক্ষম হলে প্রথম প্রহরেই পর পর চারবার পুজো করতে পারেন। প্রথম প্রহরে দুধ দিয়ে স্নানের নিয়ম রয়েছে। দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হবে। তৃতীয় প্রহরে ঘি দিয়ে এবং চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নানের নিয়ম রয়েছে।