নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (ইউবিটি)-র মুখপাত্র আনন্দ দুবে বলেন, "বর্তমান মহারাষ্ট্র সরকার যা বলে এবং যা করে তার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। একদিকে দেবেন্দ্র ফড়নবিশ বলছেন, মুসলিমরা 'ভোট জিহাদ' করে, লাভ জিহাদ করে। অন্যদিকে মাদ্রাসার শিক্ষকদের বেতন ৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে। অজিত পাওয়ার বলেছিলেন, টিকিট বণ্টনে সংখ্যালঘু ও মুসলিমদের জন্য ১০ শতাংশ সংরক্ষণ করবেন তিনি। এই সরকার মুসলমানদের খুশি করতে চায় এবং ঘৃণ্য কথাও বলতে চায় কারণ মুসলমানরা তাদের ভোট দেয় না। কেন এই দ্বৈত চরিত্র? ওদের স্পষ্ট করে বলা উচিত, ওদের মুসলিম ভোটের দরকার নেই। মহারাষ্ট্রের মানুষ সব দেখছেন।"