নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "নির্বাচন কমিশন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছে এবং আমরা মনে করি যে এই সিদ্ধান্তগুলি মহা বিকাশ আঘাদির স্বার্থের বিরুদ্ধে এবং শিন্ডে ও বিজেপিকে সহায়তা করবে। নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্ট নিরপেক্ষ নয়। ওঁরা বিজেপির বি, সি এবং ডি টিম।"
প্রসঙ্গত, এর আগে শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত বলেছেন, "আমার মতো লোকেরা জেলে গেছে এবং ফিরে এসেছে, আমরা জানি কারা টার্গেট এবং বিজেপি কীভাবে এবং কী করবে। এরা সবাই বিজেপির বিষ্ণোই গ্যাং, যদিও তাদের হাতে কোনও অস্ত্র নেই কিন্তু তাদের কাছে সিবিআই, ইডির মতো অস্ত্র রয়েছে এবং সেই অস্ত্র ব্যবহার করে তারা আমাদের টার্গেট করছে এবং এত কিছুর মুখোমুখি হওয়া সত্ত্বেও আমরা তাদের সামনে দাঁড়িয়ে আছি।"