নিজস্ব সংবাদদাতাঃ শিবসেনা নেত্রী শাইনা এনসিকে নিয়ে মন্তব্য প্রসঙ্গে শিবসেনা (ইউবিটি) নেতা অরবিন্দ সাওয়ান্ত বলেন, "আমি তার নাম নিইনি। আমি শুধু বলেছি যে বহিরাগত কেউ এখানে কাজ করবে না। প্রধানমন্ত্রী মিথ্যাচারে ওস্তাদ। ৭৫ হাজার কোটি টাকার সেচ কেলেঙ্কারির অভিযোগ এনে পরে ওই ব্যক্তিকে মন্ত্রী করেন তিনি। যে দলের এমন চরিত্র আছে- তারা কি সত্য কথা বলবে? মণিপুরের ঘটনা নিয়ে কিছু বলেননি মোদী। প্রধানমন্ত্রী মোদী যখন নির্বাচনী প্রচারে গিয়েছিলেন, তখন প্রজ্বল রেভান্নার ঘটনা সবার সামনে ছিল, যাঁরা তাঁর বাবার হয়ে প্রচারে গিয়েছিলেন? যে দলের ভিত্তি এত দুর্বল তারা অন্যের ঘাড়ে দোষারোপ করবে। তারা একটা ন্যারেটিভ সেট করতে চায়। তারা মানহানির মামলা করছে- কিন্তু আমি বলব তারা আমার মানহানি করছে। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য তাদের অভিপ্রায়ের নিন্দা করছি। আমি ৫৫ বছর ধরে রাজনীতি করছি। আমি সব সময় নারীদের সম্মান করি। যাঁরা ওঁকে সাপোর্ট করছেন, ওঁদের বলুন আমি যে প্রশ্নই করি, উত্তর দিতে। শাইনা এনসি আমার বন্ধু, সে আমার জন্য কাজ করেছে। আমি তাকে সম্মান করি। ওঁরা 'সাত্তা জিহাদি' মানুষ, আমাদের নেতা উদ্ধব ঠাকরে ওঁদের সম্পর্কে কী বলেন।"