নিজস্ব সংবাদদাতাঃ পূর্ব জেরুজালেমে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) দুই সমর্থকের হামলার পরিকল্পনা ব্যর্থ করেছে পুলিশ ও শিন বেট।
বিবৃতিতে বলা হয়, দুই সন্দেহভাজন নিরাপত্তা বাহিনীর ওপর হামলার জন্য বিস্ফোরক ডিভাইস ব্যবহার করতে চেয়েছিল, কিন্তু তাদের পরিকল্পনা বাস্তবায়নের আগেই তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, ২১ ও ২৩ বছর বয়সী ওই যুবক পূর্ব জেরুজালেমের জাবেল মুকাবেরের বাসিন্দা। দু'জনেই বিশ্বজুড়ে সংগঠনটির হত্যাকাণ্ডের ভিডিওসহ সন্ত্রাসী গোষ্ঠীর অনলাইন কনটেন্ট দেখেছেন বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের মধ্যে একজনের ফোনে পেডোফিলিক উপাদানও পাওয়া গেছে। বিষয়টি নিয়ে পৃথক তদন্ত শুরু করা হয়েছে।