নিজস্ব সংবাদদাতা: সোমবার থেকে মঙ্গলবার। পেরিয়েছে ২৪ ঘন্টা। আর ২৪ ঘন্টার মধ্যে নিভৃতে থেকে ভোলবদল শেখ শাহজাহানের। গতকালই সন্দেশখালি মামলায় পার্টি হতে চেয়েছিলেন শেখ শাহজাহান। তাঁর আইনজীবী তাঁর এই আবেদন বিচারপতি জয় সেনগুপ্তর কাছে তুলে ধরেছিলেন। আর সেই আবেদনের ২৪ ঘন্টা কাটতে না কাটতেই পার্টি হওয়ার আবেদন খারিজ করে নিলেন শেখ শাহজাহান।
তাঁর আইনজীবী মারফত এদিন শেখ শাহজাহান জানিয়েছেন, যদি আদালত মনে করে তাঁকে এই মামলায় যোগ করতে হবে তবেই তিনি পার্টি হবেন, অন্যথা নয়। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, কোন গোপন ডেরায় বসে নিজের মতামত ব্যক্ত করছেন শেখ শাহজাহান? কেনই বা তাঁকে খুঁজে পাচ্ছে না পুলিশ? তাহলে বিরোধীদের দাবিই সত্যি…?