কবিতা লিখলেই, মিলবে প্রহার!

ফেসবুকে ভোট সন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করেছিলেন তিনি। আর তা করায় বেধড়ক মারধর করা হল তাঁকে। আহত ব্যক্তি শান্তিপুরের বাসিন্দা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Breaking News

নিজস্ব সংবাদদাতা: পঞ্চায়েত নির্বাচন এবছর অনেক কিছু দেখাচ্ছে। সন্ত্রাস ঠিক কোন মাত্রা পর্যন্ত যেতে পারে তার সাক্ষী থাকছে গোটা বাংলা। আর এবার কবিতা লিখেও ঘটল বিপত্তি।

ফেসবুকে ভোট সন্ত্রাস নিয়ে কবিতা পোস্ট করায় বেধড়ক মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শান্তিপুরের বাসিন্দা কল্লোল সরকার গত ২৯ মে ফেসবুকে বিদ্রোহ নামে একটি কবিতা লিখে পোস্ট করেন। তাঁর অভিযোগ, এই ধরনের কবিতা কেন লিখেছেন, এই প্রশ্ন তুলে তাঁকে রাস্তায় আটকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। ২৫ জুলাই, তিনি শান্তিপুর থানায় অভিযোগ দায়ের করেন। যদিও তৃণমূল হামলার অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।