সালফেট
সালফেট হল একটি সিন্থেটিক যৌগ। যা সাধারণত পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এই দুটি যৌগের কারণেই শ্যাম্পুতে ফেনা হয়।
সালফেট হল একটি সিন্থেটিক যৌগ। যা সাধারণত পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এই দুটি যৌগের কারণেই শ্যাম্পুতে ফেনা হয়।
অনেক শ্যাম্পুর মধ্যেই নানা রকম ভেষজ থাকে। দীর্ঘ দিন বোতলবন্দি হয়ে থাকার ফলে শ্যাম্পুর মধ্যে ব্যাক্টেরিয়া বা ছত্রাক বাসা বাঁধতেই পারে। শ্যাম্পু যাতে নষ্ট না হয়, তাই ব্যবসায়িক স্বার্থেই শ্যাম্পুতে প্যারাবেন দেওয়া হয়।
চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত আর্দ্রতা, মসৃণতা ধরে রাখার জন্য শ্যাম্পুতে সিলিকন নামক একটি রাসায়নিক দেওয়া হয়। মাথার ত্বকে থেকে গেলে তা চুলের ফলিকলের মুখ বন্ধ করে দেয়।
{{ primary_category.name }}