টিউশন থেকে বাড়ি ফিরছিল মেয়ের দল...তাড়া করল মদ্যপ যুবকরা! তারপর...

টিউশন থেকে বাড়ি ফেরার পথে মদ্যপ যুবকদের কটূক্তিতে উত্তেজনা বাঁকুড়ায়।

author-image
Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
ক্লব

নিজস্ব সংবাদদাতাঃ টিউশন থেকে বাড়ি ফেরার পথে মদ্যপ যুবকদের কটূক্তির শিকার বেশ কয়েকজন ছাত্রী। শুধু কটূক্তি করাই নয়, ওই ছাত্রীদের তাড়াও করে মদ্যপ যুবকরা। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার হেভির মোড় এলাকায়। স্থানীয়রা এলাকার একটি মদ ভাটিতে ভাঙচুর চালানোর পাশাপাশি ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। অবরোধ তুলতে গেলে ক্ষোভের মুখে পড়তে হয় বাঁকুড়া সদর থানার পুলিশকেও। পরে মদের ভাটিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে পুলিশ। আজ ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হবে। 

জানা গিয়েছে, বাঁকুড়া সদর থানার হেভির মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বেশ কিছুটা দূরে একটি দেশি মদের ভাটি রয়েছে। দীর্ঘদিন ধরে সেই ভাটি সংলগ্ন এলাকায় মদ্যপদের উৎপাত লেগে রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। মদ্যপদের উৎপাতে নাজেহাল সাধারণ মানুষ। অভিযোগ, কয়েকজন ছাত্রী টিউশন থেকে ফেরার পথে ভাটির কাছে কিছু মদ্যপ যুবক আচমকাই ছাত্রীদের উদ্দেশ্যে কটূক্তি করতে শুরু করে। অভিযোগ ছাত্রীদের বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায় ওই মদ্যপ যুবকরা। কোনোক্রমে এলাকা ছেড়ে প্রাণে বাঁচে ছাত্রীরা। পরে ছাত্রীদের কাছ থেকে ঘটনার কথা শুনে গ্রামের লোকজন হামলা চালায় ওই মদের ভাটিতে।