অশান্তির হার বাড়ছে, কিন্তু কমছে সপ্তম দফার ভোটের হার

উল্লেখযোগ্য ভাবে কমে গেছে সপ্তম দফার ভোটের হার।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
vcbzvxq15.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: অশান্তির হারে সপ্তম দফা রেকর্ড গড়ছে। যেখানে ষষ্ঠ দফায় মোট অভিযোগের সংখ্যা ছিল ১৯৩৩টি। সেখানে আজ দুপুর ১টা পর্যন্তই সেই সংখ্যাটা ১৮৯৯ হয়ে গিয়েছে। ভোটের এখনও বাকি আরও ৪ ঘন্টা। অতএব এই সংখ্যা যে অচিরেই ছাড়িয়ে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।

এদিকে গণতন্ত্রের উৎসব এতো অশান্তি মুখরিত হওয়ায় উল্লেখযোগ্য ভাবে কমে গেছে সপ্তম দফার ভোটের হার। সপ্তম দফায় ৯ টি লোকসভা কেন্দ্র এবং ১ টি বিধানসভা উপ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। দুপুর ১টা পর্যন্ত ভোটের শতাংশ প্রকাশ করা হয়েছে। আর তাতেই দেখা যাচ্ছে ভোটের হার কীভাবে নিম্নগামী হয়েছে। এখনও পর্যন্ত মোট ভোটার হার ৪৬.০৭ শতাংশ। এর মধ্যে রেকর্ড হারে কমেছে কলকাতার ভোটের হার। কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে ভোটের ৬ ঘন্টা পেরিয়ে যাওয়ার পরও ভোটের হার ৪০-এর গন্ডি ছাড়াতে পারেনি, যা সত্যিই লজ্জাজনক গণতন্ত্রের এই উৎসবের জন্যে!

vcbzvxq19.jpg

এবার এক নজরে দেখে নিন ১০টি কেন্দ্রের ভোটের হার -

দমদম লোকসভা কেন্দ্র - ৪১.০৯%

বারাসাত লোকসভা কেন্দ্র - ৪৭.৪৯%

বসিরহাট লোকসভা কেন্দ্র - ৫০.৮৯%

জয়নগর লোকসভা কেন্দ্র - ৪৮.২৭%

মথুরাপুর লোকসভা কেন্দ্র - ৪৭.০৩%

ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্র - ৪৭.৩৩%

যাদবপুর লোকসভা কেন্দ্র - ৪৩.২৫%

কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র - ৩৯.৭০%

কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র - ৩৯.৪৮%

বরানাগর বিধানসভা উপনির্বাচন কেন্দ্র - ৪১.১০%

vcbzvxq9.jpg

Add 1