নিজস্ব সংবাদদাতা: দীর্ঘ প্রতীক্ষার পর গতকাল সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছিলো কলকাতা সহ রাজ্যের একাধিক জেলায়। ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎসহ এই বৃষ্টিপাতে বেশ খানিকটা স্বস্তি পেয়েছে দক্ষিণবঙ্গের মানুষজন।
কিন্তু, সকলের জন্যই মরসুমের এই প্রথম কালবৈশাখী মোটেই সুখকর হয়নি। প্রবল বৃষ্টি ও বজ্রপাতের জেরে রাজ্যের সাতজন মানুষ তাদের প্রাণ হারিয়েছে। সূত্রের খবর, কালবৈশাখীর দাপটে ব্যারাকপুরে মৃত্যু হয়েছে ২ জনের।
পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়াতে মৃত্যু হয়েছে ১ জনের। হাওড়া জেলার উলুবেড়িয়া এবং বাগনানে মৃত্যু হয়েছে ২ জনের। পুরুলিয়াতে বজ্রপাতে মৃত্যু হয়েছে ২ জনের। আরও জানা গেছে, এই ঝড়-বৃষ্টির জেরে শিয়ালদহ লাইনে বেশ খানিকক্ষণ ট্রেন চলাচল স্তব্ধ হয়েছিল। কলকাতায় একাধিক জায়গায় বড় বড় গাছ ভেঙে পড়েছে। এর জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একাধিক গাড়ি।