নিজস্ব সংবাদদাতাঃ ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের লেবানন শাখা জানিয়েছে, বুধবার সন্ধ্যায় লেবাননের বৃহত্তম ফিলিস্তিনি শিবিরে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। দক্ষিণাঞ্চলীয় শহর সিডনের উপকণ্ঠে আইন আল-হেলওয়েহ শরণার্থী শিবির গত সপ্তাহ থেকে সহিংসতায় কেঁপে উঠেছে। এই সংঘর্ষে হামাস ব্যতীত কট্টরপন্থী ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে শিবিরটি নিয়ন্ত্রণকারী ফাতাহ আন্দোলনের সদস্যরা প্রতিদ্বন্দ্বিতা করেছে।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্টের লেবানন শাখার ইমাদ হাল্লাক বলেন, 'বুধবার নতুন করে শুরু হওয়া লড়াইয়ে ৭ জন নিহত ও ১৬ জন আহত হয়েছে।'
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই যুদ্ধে নিহতের সংখ্যা অন্তত ১৬ জনে দাঁড়িয়েছে। এছাড়া প্রায় ১০০ জন আহত হয়েছে বলে।