ছোট্ট শিশুর নৃশংস..., ভয়ে কাঁপছেন মুখ্যমন্ত্রী মমতা-লজ্জা-পুলিশ...! ভাইরাল শুভেন্দুর পোস্ট

ফের মমতা সরকারকে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

author-image
Aniruddha Chakraborty
New Update
111111

file pic

নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ২৪ পরগণার জয়নগরের ঘটনায় রবিবার রাতে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতার সরকারকে আক্রমণ করে নিজের টুইটার হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, "ছোট্ট শিশুটির নৃশংস হত্যাকাণ্ডের সিবিআই তদন্তের জন্য মাননীয় হাইকোর্টের দ্বারস্থ হওয়ার আশঙ্কায় রাজ্য সরকার হঠাৎই অতি সক্রিয় হয়ে ওঠে। বিরল প্রয়াসে রাজ্য রবিবার কলকাতায় মাননীয় হাইকোর্টে একটি পিটিশন দাখিল করে এবং মৃত নির্যাতিতা শিশুটির ময়নাতদন্ত যে কোনও কেন্দ্রীয় সরকারি হাসপাতালে করার জন্য আবেদন করে। নির্যাতিতার বাবার আইনজীবী জানান, তাঁর মক্কেলের আরও একটি ইচ্ছা ছিল তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার।" 

তিনি আরও লেখেন, "নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে যে আকাঙ্ক্ষা প্রকাশ করা হয়েছে, সে বিষয়ে রাষ্ট্র নীরব কেন? তদুপরি, রাজ্য পুলিশের অবস্থা যে ভয়াবহ তা এই ঘটনা থেকে স্পষ্ট যে মাননীয় আদালত কেস ডায়েরি এবং তদন্ত রিপোর্ট দেখে রাজ্য পুলিশকে পকসো আইনের পাশাপাশি ধর্ষণ সম্পর্কিত ধারাগুলো অভিযোগপত্রে ধর্ষণ সম্পর্কিত ধারা যুক্ত না করার জন্য তিরস্কার করেছিলেন। ক্ষয়িষ্ণু রাষ্ট্রকে এই ধরনের অনাচার থেকে উদ্ধারে ক্রমাগত ব্যর্থতায় জনগণের ক্ষোভ দেখে মুখ্যমন্ত্রী ভীত ও দৃশ্যত কাঁপছেন। রাজ্য পুলিশের লজ্জা, মুখ্যমন্ত্রীর লজ্জা।"