মাধ্যমিকের প্রশ্ন 'ফাঁস' ! জবাব দিলেন পর্ষদ সভাপতি

গত ২রা ফেব্রুয়ারি থেকে চলছে মাধ্যমিক পরীক্ষা।

author-image
Adrita
New Update
ফ

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিন থেকেই চলেছে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দু ছিল মালদা জেলা। এই বিষয়ে বিজেপির অভিযোগ ছিল যে, পর্ষদের মাধ্যমিক সংক্রান্ত কমিটিতে রয়েছেন তৃণমূল ঘনিষ্ঠেরা। তাঁদের মাধ্যমেই পরিকল্পনা সাজিয়ে প্রশ্ন ফাঁস করা হচ্ছে। বিজেপি নেতাদের এই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার মুখ খুললেন খোদ পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তিনি সাংবাদিদের মুখোমুখি হয়ে সাফ জানান যে, '' প্রতিটি ইউনিয়নের লোককে যদি আমাকে সরিয়ে দিতে হয় তাহলে আসছে বছর মাধ্যমিক পরীক্ষাই করতে পারব না। ''

বিজেপি আরও অভিযোগ করে যে, পর্ষদের 'কনফিডেন্সিয়াল সেকশন'-য়ে কর্মরত এক ব্যক্তি তৃণমূল ঘনিষ্ঠ। তার 'হাতযশে'ই প্রশ্ন ফাঁসের ধুম পড়েছে। মঙ্গলবার বিকেলে সাংবাদিকরা বিজেপির তোলা প্রশ্ন করেন পর্ষদ সভাপতিকে। তার জবাবে রামানুজবাবু বলেন যে, '' অনেক জায়গায় মনে হতে পারে যে, কিউআর কোডের জন্য এগুলি সামনে আসছে। কিন্তু তার মানে এটা নয় যে, তিন জন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট আছেন আমাদের, 'কনফিডেন্সিয়াল সেকশন'-এ, সেখানে একজনকে নিশানা করা হবে! আরও এক জন আছেন যিনি, একটি ইউনিয়নের পদে রয়েছেন। আমি খুব সন্ত্রস্ত যে, আবার বলবে অমুক আছে, তাহলে তাঁকে কেন রাখা হল ? এ তো বোর্ড তুলে দেওয়ার মতো অবস্থা! আসছে বছর মাধ্যমিক হবে কি না আমি জানি না। আপনারা যে ভাবে প্রশ্নগুলোকে আমার সামনে নিয়ে আসছেন, আসছে বছর মাধ্যমিক করতে পারব না, যদি প্রতিটা ইউনিয়নের লোককে সরিয়ে দিতে হয়। সবাই এখন পরীক্ষার সঙ্গে যুক্ত। ''

স

স্ব

স