নিজস্ব সংবাদদাতা: রাজধানী কার্যত ধোঁয়াশার চাদরে মুড়ে গিয়েছে। ঘন কুয়াশার সাথে সঙ্গ দিয়েছে দূষণ। বিমান চলাচলও ব্যাহত হচ্ছে। ব্যাপক সমস্যা হচ্ছে ট্রেন চলাচলে। প্রায় ২ ঘণ্টা দেরিতে চলছে ট্রেন। গত তিন দিন ধরে ভয়াবহ মাত্রায় রয়েছে দিল্লির বাতাসের গুণমান। আজও তার ব্যাতিক্রম নয়। শীতের শুরুতেই ধোঁয়াশয় ঢেকেছে দিল্লি। বাতাসের গুণগত মান পৌঁছেছে ৪৯৮ -এ। বিশ্বের সবথেকে দূষিত শহর পাকিস্তানের লাহোর যেখানে বাতাসের গুণগত মান ৭৭০। তারপরই রয়েছে দিল্লির স্থান।
এইরকম পরিস্থিতিতে দিল্লির প্রাথমিক স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অনির্দিষ্টকালের জন্য, মুখ্যমন্ত্রী অতিশি নিজে এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই কথা জানিয়েছেন। । রাজধানীতে ক্ষতিকর পিএম ২.৫ মাত্রা অত্যন্ত বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই সূক্ষ ধূলিকণা নিঃশ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করে ফুসফুসের ক্ষতি করে যার ফলে প্রাণহানিরও সম্ভবনা থাকে। দিল্লির দূষিত জায়গাগুলির মধ্যে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরপুরী, যেখানে বাতাসের গুণগত মান বর্তমানে ৪৫৮ । কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে শূন্যে দাঁড়িয়েছে।
এইরকম পরিস্থিতিতে দিল্লির মুখ্যমন্ত্রী অতিশি জানিয়েছেন যত দিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে প্রাথমিক স্কুলের পড়ুয়াদের পঠন পাঠন ছল্বে অনলাইন এ।