সাপের কামড়ে ছাত্র মৃত্যু-নয়া মোড়! গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

সাপের কামড়ে ছাত্র মৃত্যুতে নয়া মোড়।

author-image
Aniruddha Chakraborty
New Update
arrest

file pic

নিজস্ব সংবাদদাতাঃ কাটোয়ায় সাপের ছাত্র মৃত্যুর ঘটনায় নয়া মোড়। প্রধান শিক্ষক পূর্ণেন্দু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ১০৬(১)/১২৫(বি) বি এন এস এবং ৭৫ জুভেনাইল জাস্টিস (২০১৫)  ধারা যোগ করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, কাটোয়া থানার কোসিগ্রাম ইউনিয়ন ইনস্টিটিউশনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল ইন্দ্রজিৎ মাঝি। পরিবারের অভিযোগ, স্কুল চত্বরেই তাকে সাপে কামড়েছিল। ঘটনার কথা সে এক শিক্ষককেও জানায়। কিন্তু, ওই শিক্ষক এক অশিক্ষক কর্মচারিকে দেখতে বলেন। তিনি ক্ষত স্থানে ডেটল লাগিয়ে ছেড়ে দেন। কিন্তু, ততক্ষণে নিস্তেজ হতে শুরু করেছে ইন্দ্রজিৎ। ছুটি হলে বাড়িও ফিরে যায়। টিউশন পড়তে গিয়ে আচমকা অচৈতন্য হয়ে পড়ে। দ্রুত তাকে কাটোয়া হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। আর বাঁচানো যায়নি ইন্দ্রজিৎকে। যদিও ঘটনা নিয়ে যখন চাপানউতোর চলছে তখন স্কুলের প্রধান জানান এই বিষয়ে তাঁর কিছুই জানা নেই। যদিও এলাকায় বাড়তে থাকে ক্ষোভ। 

ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। তাঁদের অভিযোগ, দায় স্কুলেরই। স্কুলের গাফিলতিতেই এই ঘটনা ঘটেছে। বিক্ষোভ দেখায় স্কুলের পড়ুয়ারাও। এবার প্রধান শিক্ষকের গ্রেফতারি নিয়ে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে।