নিজস্ব সংবাদদাতা: বছরের পর বছর ধরে বন্ধ আইসিডিএস এর পঠনপাঠন। কারণ নেই কোনও স্কুল বিল্ডিং, খোলা জায়গায় ট্রিপল খাটিয়ে চলে রান্নার কাজ। এমন অবস্থায় বন্ধ হয়ে গেছে পড়াশোনাই।
কয়েকদিন আগে আমরা দেখিয়েছিলাম পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বরদা শিবপুর এলাকায় ১১১ নম্বর আইসিডিএস সেন্টারে খোলা জায়গায় চলছে রান্নার কাজ। আমরা দেখিয়েছিলাম চন্দ্রকোনায় অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আইসিডিএস এর রান্না চলছে। এমনই ছবি তুলে ধরেছিলাম ঘাটালের খড়ারের একটি আইসিডিএস সেন্টারের।
ঘাটাল মহকুমা জুড়ে বিভিন্ন জায়গায় আইসিডিএস সেন্টারগুলির কি বেহাল চিত্র তা আমরা বারে বারে তুলে ধরেছি। আবারও একটি আইসিডিএস সেন্টারের বেহাল ও চরম দুর্দশার ছবি তুলে ধরছি আমরা। এবার ছবিটা একেবারেই অন্যরকম। ঘাটাল ব্লকের মান্দারিয়া ১১০ নম্বর আইসিডিএস সেন্টার।
আইসিডিএস সেন্টারের কর্মী রেহানা পারভীন জানান, ১৬-১৭ বছর ধরে তিনি এই সেন্টারের দায়িত্বে আছেন। প্রথম থেকেই খোলা আকাশের নিচে এইভাবেই ত্রিপল টাঙিয়ে চলে সেন্টার। স্কুল বিল্ডিং না থাকায় বন্ধ পড়ুয়াদের পঠন পাঠন। এলাকাবাসীদের দাবি বিল্ডিং না থাকায় গ্রামের ছেলে মেয়েদের কোন পড়াশোনা হয় না। কেবলমাত্র খাবার দেওয়া হয় এই সেন্টার থেকে। তাও ভয় লাগে খাবার নিতে কারণ খোলা জায়গায় খাবার তৈরি হচ্ছে সেই খাবার শিশুদের খাওয়াতেও ভয় লাগে বলে দাবি এলাকাবাসীর।
দীর্ঘ বছর ধরে ঘাটালের মান্দারিয়া ১১০ নং আইসিডিএস সেন্টারের এহেন চরম দুর্দশায় কোনো হেলদোল নেই প্রশাসনের। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন, আইসিডিএস সেন্টারটি সম্পর্কে তিনি খোঁজ নেবেন এবং দ্রুত যাতে ব্যবস্থা নেওয়া যায় তা তিনি দেখবেন।
এখন দেখার প্রতি ক্ষেত্রেই আইসিডিএস সেন্টারগুলির এহেন বেহাল অবস্থার কথা প্রশাসনের কানে পৌঁছে দেওয়ার পর একই বুলি আওড়ান নাকি মহাকুমা শাসক কোনও ব্যবস্থা সত্যিই নেন। এক্ষেত্রে মহাকুমা শাসক কোন পথে হাঁটেন, এখন সেটাই দেখার।