নিজস্ব সংবাদদাতাঃ ইয়েমেনের পার্বত্য সীমান্ত দিয়ে ইথিওপিয়ায় প্রবেশের চেষ্টারত নারী ও শিশুসহ শত শত ইথিওপিয়ান অভিবাসীকে হত্যা করেছে সৌদি আরবের সীমান্তরক্ষী বাহিনী।
৭৩ পৃষ্ঠার এক প্রতিবেদনে মানবাধিকার সংস্থাটি বলেছে, সৌদি রক্ষীরা কিছু অভিবাসীকে হত্যা করতে বিস্ফোরক অস্ত্র ব্যবহার করেছে এবং অন্যদের খুব কাছ থেকে গুলি করেছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে পায়ে হেঁটে সৌদি আরবে প্রবেশকারী অভিবাসীদের ওপর হামলা 'ব্যাপক ও নিয়মতান্ত্রিক' এবং 'হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে'।
এক সৌদি কর্মকর্তা সোমবার বলেন, "এইচআরডব্লিউ'র অভিযোগ ভিত্তিহীন এবং নির্ভরযোগ্য সূত্রের ওপর ভিত্তি করে নয়।"