সাংসদ বলেছিলেন ‘দুষ্কৃতি’, ভুল ধরালেন শশী

বিজেপি সাংসদের বিতর্কিত মূলক মন্তব্যের কথা তুলে ধরলেন শশী পাঁজা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Screenshot 2023-09-22 134900.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মন্ত্রী এবং তৃণমূল নেতা শশী পাঁজা এদিন সংসদ কক্ষের একটি বিষয় তুলে ধরেন সোশ্যাল মিডিয়ায়। মূলত, বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায়, বিজেপি বিরোধী সাংসদদের ভুল ধরছেন বিজেপি সাংসদরা। আর তা নিয়েই হইহট্টগোল বেঁধে যায় কক্ষে। এবার বিজেপি সাংসদের বিতর্কিত মূলক মন্তব্যের কথা তুলে ধরলেন শশী পাঁজা।

গতকাল লোকসভায় বিজেপি সাংসদ রমেশ বিধুরি বিএসপি সাংসদ দানিশ আলিকে ‘দুষ্কৃতি’ বলে চিহ্নিত করেন। আর তাতেই শোরগোল বাধে কক্ষের অন্দরে। এদিন সেই প্রসঙ্গেই শশী পাঁজা বলেন, “বিজেপি সাংসদ রমেশ বিধুরি গতকাল হাউসে সহকর্মী সাংসদের বিরুদ্ধে অবমাননাকর অপমানজনক মন্তব্য করেছেন। কীভাবে এই আপত্তিকর ভাষা হাউসের স্পিকারের সামনে তিনি বলতে পারলেন? কীভাবে স্পিকার তা অনুমোদন করল? এটি কি হাউসের সম্মানকে প্রভাবিত করে না? তৃণমূল এই ধরনের সংসদীয় আচরণের নিন্দা জানাই”।

 

উল্লেখ্য, দু’দিন আগেই সংবিধান থেকে শব্দ বাদ যাওয়া নিয়ে বিক্ষোভ দেখান কংগ্রেস সাংসদরা। আর তারপরই এই প্রশ্ন তুলে দিলেন মন্ত্রী শশী পাঁজা।