নিজস্ব সংবাদদাতা: রবিবার সন্ধ্যায় তাঁকে আটক করেছিল পুলিশ, আর আজ হলেন গ্রেফতার। অবশেষে সন্দেশখালির মানুষদের দাবিকে মান্যতা দিল প্রশাসন। গ্রেফতার করা হল তৃণমূল নেতা তথা সিরাজউদ্দিন ঘনিষ্ঠ অজিত মাইতিকে।
গতকালই দলীয় পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়। আর তারপরই হল এই গ্রেফতার। গতকাল অজিত মাইতিকে গ্রেফতারের দাবিতে লাঠি, ঝাঁটা হাতে বেড়মজুরে প্রতিবাদ দেখান গ্রামের মহিলারা। এমনকি উত্তেজনার পারদ এতোটাই চড়ে যে একসময় ক্ষুব্ধ মহিলাদের হাত থেকে প্রাণ বাঁচাতে এক অচেনা ব্যক্তির বাড়িতে গা ঢাকা দেন অজিত মাইতি। তাঁকে বারবার বলতে শোনা যায়, বাইরে বেরলে মহিলারা মারধর করবে তাঁকে।
এর মধ্যেই সেই উত্তেজনা সামাল দিতে হাজির হন ডিআইজি বারাসাত রেঞ্জ থেকে শুরু করে উচ্চপদস্থ অফিসাররা। নামানো হয় র্যাফ। কিন্তু কোনতেই কিছু লাভ হয় না। বিক্ষুব্ধ মহিলারা বিকেল গড়িয়েও অপেক্ষা করতে থাকে অজিত মাইতির জন্যে। অবশেষে পুলিশ গ্রামবাসীদের দাবি মেনে তৃণমূল নেতাকে আটক করে। আর আজ তাঁকে গ্রেফতার করা হল বলে জানা যাচ্ছে।