নিজস্ব সংবাদদাতা: ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪ সম্পর্কে, সমাজবাদী পার্টির সাংসদ রাজীব রাই বলেছেন, "ওয়াকফ বোর্ড সরকারের নয়। সহজ প্রশ্ন হল যদি এটি আমাদের রাম মন্দির ট্রাস্টে ঘটে, আমরা কি তা মেনে নেব? শুধু নির্বাচন আসছে বলেই এসব করছে তারা?"