নিজস্ব সংবাদদাতাঃ সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব বলেন, "আমরা তাঁর (জয়প্রকাশ নারায়ণ) জন্মবার্ষিকী পালন করি। এই সরকার আমাদের তাকে মালা পরানো থেকে বিরত রাখতে চাইছে, কিন্তু আমরা রাস্তায় করেছি। তারা এই জাদুঘরটি বিক্রি করার ষড়যন্ত্র করছে এবং তাই তারা জেপিএনআইসিকে আচ্ছাদিত করেছে। একবার ভাবুন, যে সরকার জয়প্রকাশ নারায়ণকে সম্মান জানানোর জন্য নির্মিত মিউজিয়ামটি বিক্রি করতে চাইছে, তারা কীভাবে আশা করতে পারেন যে তারা সংবিধানকে রক্ষা করবে? কবে পুলিশ আসবে, কখন যাবে, আমরা এখানেই তার জন্মবার্ষিকী পালন করব। এই সরকার বোবা, বধির ও অন্ধ। আজ রামনবমী, আর দেখ আজ ওরা কেমন অধর্ম করছে। আজ উৎসব না হলে এই ব্যারিকেড দিয়ে সমাজবাদীদের আটকানো যেত না।"