নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ জেলা জুড়ে বাড়ছে পথ দুর্ঘটনা। এবার সেই পথ দুর্ঘটনা রুখতে পথে নামলো ঝাড়গ্রাম জেলা পুলিশ। এবার ' সেফ ড্রাইভ সেভ লাইফ ' কর্মসূচি করলো জেলা পুলিশের আধিকারিকরা। শুক্রবার দুপুর দুটো নাগাদ ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম শহরের কদমকানন এলাকায় সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি করে ঝাড়গ্রাম জেলা পুলিশ।
এদিন পথে নামেন জেলা পুলিশের আধিকারিকরা। মূলত পথ দুর্ঘটনা এড়ানোর পাশাপাশি হেলমেট বিহীন বাইক আরোহীদের দৌরাত্ম্য কমাতে এই পদক্ষেপ পুলিশের।
এদিনের এই সেভ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা পুলিশের এডিশনাল এসপি সৈয়দ মামদাদুল হাসান (হেডকোয়ার্টার) , ঝাড়গ্রামের এসডিপিও, ঝাড়গ্রামের ট্রাফিক ওসি রাজু আলী সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা।