নিজস্ব সংবাদদাতা: দিল্লির অ্যাপোলো হাসপাতালে জনপ্রিয় আধ্যাত্মিক গুরু সদগুরু জাগ্গি বাসুদেবকে ভর্তি করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে তাঁর মস্তিষ্কের অস্ত্রোপচার করা হয়েছে।
রিপোর্ট অনুযায়ী ১৭ মার্চ পরীক্ষা-নিরীক্ষার পর সদগুরুর মস্তিষ্কে ফোলাভাব ও রক্তপাত সনাক্ত করা হয়। তারপরই তাঁকে দিল্লিতে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
সম্প্রতি, বিখ্যাত সাংবাদিক আনন্দ নরসিমহান সদগুরুর স্বাস্থ্যের উপর একটি আপডেট সমাজমাধ্যমে শেয়ার করেছেন। তিনি উল্লেখ করেছেন যে সদগুরু গত কয়েকদিন ধরে তীব্র মাথাব্যথায় ভুগছিলেন।
সূত্রের খবর, সদগুরু জগ্গি বাসুদেবকে ডক্টর বিনিত সুরি পরীক্ষা করে এমআরআই করার পরামর্শ দিয়েছিলেন। সেই পরীক্ষায় তাঁর মস্তিষ্কে ব্যাপক রক্তক্ষরণ সনাক্ত করা গেছিলো।
ধীরে ধীরে তাঁর শরীরের অবনতি হতে থাকে। ১৭ মার্চ বারবার বমি ও মাথাব্যথার কারণে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়।
অ্যাপোলো হাসপাতালে দিল্লির ডাক্তারদের একটি দল- ডাঃ বিনিত সুরি, ডাঃ প্রণব কুমার, ডাঃ সুধীর ত্যাগী এবং ডাঃ এস চট্টোপাধ্যায় তাঁর মস্তিষ্কে জরুরী অস্ত্রোপচার করেন।
অস্ত্রোপচারের পরে, সদগুরুকে ভেন্টিলেটর থেকে সরানো হয় এবং ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন।