নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের উপর ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। রাশিয়ার হামলায় বিধ্বস্ত ইউক্রেনের একাধিক শহর। সোমবার রাতে খারকিভ আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেহ সিনিহুবভ জানিয়েছেন, "রুশরা চুহুইভ জেলার ভোভচানস্কে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণের ফলে দুটি ব্যক্তিগত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এই ঘটনায় ৭৩ বছর বয়সী একজন পুরুষ এবং ৬০ বছর বয়সী এক নারী আহত হয়েছেন এবং আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।"