নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনে রাশিয়ার গোলাবর্ষণে অন্তত দুইজন নিহত ও পাঁচজন আহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।
খেরসন অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্ডার প্রোকুদিন বলেন, "একটি ছাত্রাবাসে রুশ হামলায় ২৯ ও ৪১ বছর বয়সী দুই ব্যক্তি নিহত হয়েছেন। খেরসন শহরের জন্য একটি ভয়ানক রাত। হামলায় ৫ জন আহত হয়েছে।"
জানা গিয়েছে, হামলার পর ৬১ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালে দুই নারীর পাশাপাশি ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে ভর্তি করা হয়েছে। এছাড়া ঘটনাস্থলে ৮১ বছর বয়সী এক বাসিন্দাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খেরসন শহরের সামরিক প্রশাসনের প্রধান রোমান মরোচকো বলেন, "রুশ বাহিনী আবাসিক এলাকায় গোলাবর্ষণ করায় অ্যাপার্টমেন্ট ভবন ও গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।"